নামকরন
ল্যান্ডমার্ক কলেজ, দিনাজপুর। ‘ল্যান্ডমার্ক’ শব্দটির অর্থ বৈশিষ্ট্যময় এমন কিছু যা দ্বারা কোন স্থান বা কোন কিছুকে চেনা যায়। এমনকি ইতিহাসের উল্লেখযোগ্য কোন ঘটনা প্রকাশ করতেও ল্যান্ডমার্ক শব্দটি ব্যবহার করা হয়। এই সামগ্রিক অর্থ মনে রেখে আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘ল্যান্ডমার্ক কলেজ’। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এমন একটি কলেজ গড়ে তোলা হবে যা আধুনিকতার দিক থেকে, শিক্ষাদান পদ্ধতির দিক থেকে, শিক্ষার মান তথ্য ফলাফলের দিক থেকে, ছাত্রছাত্রী, শিক্ষক ও ব্যবস্থাপনার মাঝে সম্পর্কের দিক থেকে এটি এক অনন্য অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আগামীদিনে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের নিকট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের কলেজটি উজ্জল নক্ষত্রের মত আপন মহিমা ঘোষণা করতে থাকবে।
কলেজ কোড : 7519 এবং EIIN: ১৩৯৯৯৬